admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
দূর হতে ভেসে আসে এলাচের ঘ্রাণ
ঢেউয়ের সাথে ভাসে চাঁদের ছায়া
দূর দ্বীপে তখন সারি সারি আলো
প্রেমিক প্রেমিকার মিলন অবসর
বাদ্যযন্ত্রের সাথে চলে গান আর নাচ ।
তখনি সমুদ্রের সাথে আমার সখ্যতা,
যেমন বালির সাথে ঝিনুকের অথবা
চাঁদের সাথে ভেসে থাকা মেঘেদের
এমনি রাতে থাকে না কোনো গ্লানি
অপরূপ আবেশে আপ্লুত মায়াবী রাত।