admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মে, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ
রাক্ষুসী তিস্তার তান্ডবে ভুক্ত-ভুগি যারা,
নদী গর্ভে সব হারিয়ে নিঃস্ব দিশেহারা।
পলকে বিলীন হল সাজানো ঘরবাড়ী,
দুর্বিসহ দিন কাটাচ্ছে আবাল বৃদ্ধ নারী।
গবাদি পশু ফসলাদি ধ্বংস গাছপালা,
নিদারুণ শোকে অশ্রুসিক্ত পেটে ক্ষুধার জ্বালা।
হাট ঘাট মাঠ সব একাকার কত জীবন বিপন্ন,
সহযোগিতার হাতটি বাড়াই মানুষ মানুষের জন্য।
গতিয়াশাম সরিষাবাড়ী চর-বিদ্যানন্দ,
আমলা পক্ষের অবহেলায়
ভাগ্য তাদের মন্দ।
টেকসই বাঁধ-পূনর্বাসন
ত্রান বাঁচাবে প্রাণ,
ভাঙ্গন রোধ করতেই হবে
একটাই স্লোগান।