admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:১৮ পূর্বাহ্ণ
প্রেম
নির্মাল্য ঘোষ
বালি যেভাবে সমুদ্র তটে
ছড়িয়ে থাকে বিস্তৃতভাবে…
আমার চেতনা জুড়ে
ইশ্বরের মত
ছড়িয়ে আছো তুমি..
সবটা জুড়ে।
বিচ্ছিন্নতা ভাবা যায় না।
আত্মা মন্থন করে উঠে আসো
শুধুই তুমি।
তাই,
আমার আবেগের ঢেউ
আছড়ে পড়ে
তোমার বালি বিস্তৃত
আমার হৃদয় সমুদ্র তটে
সজোরে… বারেবারে।
আমি অসহায়…
আমি নিরুপায়।