admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ
দেশ বিভাজনের কিম্বা রাজ্য বিভাজনের
কথা বলতে গিয়ে…
ঘৃণায় কুঁচকে ওঠে
তোমার চোখ… তোমার মুখ…
ধর্ম নিয়ে বিভাজনের খেলার তীব্র প্রতিবাদ
করে ওঠো তুমি…
অথচ এক টুকরো সুতো গায়ে জড়িয়ে
তুমিই যে মানুষ বিভাজন করে চলেছ …
যুগের পর যুগ….
ভুলে যাও বেমালুম…