* তোমার স্মরণে *
এম চৌধুরী
যে রোদের উত্তপ্ততা থেকে তোমার আঁচলতলে গিয়েছিলাম,সেই রোদের উত্তপ্ততাই এখন আমার আমার ভালো লাগে,ভালো লাগে ঝড়ো হাওয়ার সাথে মিশে যেতে,ভালো লাগে জলস্রোতের সাথে মিশে যেতে,ভালো লাগে, ভালো না লাগার সাথে মিশে যেতে।
আমি হারিয়ে গেছি দিগন্তের এপাড় থেকে ওপার প্রান্তে। তবুও ভালো লাগে একা নিদ্রায়মাণ থাকতে, ভালো লাগে গভীর রাত্রে নিজেকে নিয়ে ভাবতে। ভুলে গিয়েছি তোমার স্পর্শ গুলো,ভুলে গিয়েছি তোমার সুন্দর মুহুর্ত গুলো। এখন আমার অনেক ভালো লাগে।