admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৪ ৯:১৪ পূর্বাহ্ণ
কবিতা: তোমার অনুভুতি গুলো- এম চৌধুরী
ঘুমহীন যন্ত্রনাময় দীর্ঘতম প্রতিটি রাত
কুড়িয়ে রেখেছি আমি।
প্রশান্তিময় আনন্দ ঘেরা, তোমার রাতগুলো
তাইতো এত দামী।।
বাকরুদ্ধ হৃদয়চিত্বে রক্তাক্ত অশ্রুগুলো বুকের মাঝে জমাট মুর্তি গড়েছি আমি।
তৃষ্ণার্তের উম্মাদনায় পরিতৃপ্তিতে তাই তো গা ভাসিয়েছ তুমি।
প্রতিটি মুহুর্ত বাচতে চাই তোমাকে নিয়ে। সারাজীবন ঘুমহীন কাটিয়ে দিতে চাই তোমার অনুভুতিগুলো বুকের ভিতর লালন করে।