তোমার হাতে হাত রেখে
যে পথে হেঁটেছি দুজন।
কখনো দেখেছি শঙ্খচিল
বসন্ত নিশিতে দেখছি চাঁদ।
কুড়িয়েছি ঝরা বকুল
পড়েছি বিনি সুতার মালা।
ভিজেছি শ্রাবণধারায়
ধরলা নদীতে করেছি জলকেলি।
পাখির সাথে দিয়েছি শিস
রঙধনুর রঙে সাজিয়েছি স্বপ্ন।
খেলেছি ফড়িং এর সাথে
বাতান্দোলিত কাশবনে।
প্রজাপতির রঙিন পাখায় ভর দিয়ে
কল্পনায় ছুঁয়েছি পৃথিবীর সব ফুল।
তোমার শূন্যতায় সেই পথে
পদ চিহ্নে জন্মেছে দূর্বা, পড়ে শিশির।
তুমি ফিরে আসো নগ্ন পায়ে হেঁটে
লজ্জা ভাঙাবো দুজন দুজনার।