admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ
এক দিন হটাৎ আমার জীবনে তুমি এলে
আবার নিজের ইছায় চলে গেলে
তুমি চলে গেলে বলে
আকাশে চাঁদ উঠবেনা ?
বসন্তের ককিল ডাকবে না ?
এ তুমি ভেবো না ।
তুমি চলেগেছো বলে
আমি থেমে যাবো ?
হেটে যেতে পারি
মাইলের পর মাইল দিগন্তের
সে পথ ছাড়িয়ে ।
নিদৃষ্ট সেই পথে—-