admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
তুমি আমার লেখা শ্রেষ্ঠ কবিতা
নীল আকাশের তারা।
তুমি সদ্য ফোটা পুষ্প বাগানের শোভা।
আমার লেখা কবিতা
তুমি বৈশাখের ঝড়
শিশির ভেজা সকাল।
তুমি উত্তপ্ত আগ্নেয়গিরি না হয়ে
অসহায় পাহাড় হলে কেন!
তুমি বৈশাখী বিকেলের তান্ডব না হয়ে শ্রাবনের রিমঝিম বৃষ্টি হলে কেন!
তুমি কুয়াশা ঢাকা রাত না হয়ে
নির্ঘুম রাতের ভোর হলে কেন!
তুমি আগুন ঝরা ফাগুন না হয়ে
চৈত্রের ক্লান্ত দুপুর হলে কেন!
তুমি উত্তরের হিমেল হাওয়া না হয়ে দক্ষিণের হাওয়া হলে কেন!
আচ্ছা, তুমি উত্তাল সাগরের ঢেউ না হয়ে বয়ে চলা শান্ত নদী হলে কেন?
তুমি বৈশাখের শান্ত আকাশ
সন্ধ্যায় ডুবে যাওয়া শান্ত-সূর্য
তুমি অপরুপ তুমি যে আমার-
হারিয়ে যাওয়া কেউ—