admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
প্রতিটি সাক্ষাৎ শেষে বিদায়ী মুহূর্তে আমি
এক ধরনের বিচ্ছেদের ধনী পাই – প্রতিধ্বনি শুনি ;
“যাই “কিংবা আশি -না বোধন এই শব্দদয় থেকে
বিশ পিঁপড়ের মতো উঠে আসে সারিবদ্ধ ক্ষত
আগামী সাক্ষাতে এই সব ক্ষত নিরাময় করে নেব ভেবে
কষ্টকর প্রতীক্ষায় থাকি অহর্নিশ ;
সেই কবে যেন প্রথম সাক্ষাৎ সাঙ্গ কালে,
প্রথম বিদায় মুহূর্তের
সেই পুরনো পাঁচালী -যাই কিংবা আসি
প্রতিটি সাক্ষাতে বিদায়ী ক্ষতের বিষে
কষ্টকর প্রতীক্ষায় থাকি অহর্নিশ
আমি তোমার মুখের দিকে তাকাতে পারি না।।