admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ
ইজ্জত বাঁচানোর জায়গায়
যখন ইজ্জত বেচে
জেনে রেখো…
সে সব করতে পারে…
না ছুঁয়ে যে স্পর্শ
করেছিলাম
তার ঘ্রাণ এখনও আমার চারপাশে
মাছির মত ভনভন করে…
তাই দু একটি আগ্নেয়গিরি
এখনও ছিটকে বের হয়…
আমার চারপাশে।
কবি মিথ্যে বলতে পারে…
কবিতা নয়…
তাইতো এত মিছিল চারপাশে।
এত মিছিল….