admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ মার্চ, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ
কাল কাল করতে করতো
জিবন চলে যায়,
এই কাল জিবন থেকে
কভু না ফুরায়।
ভালো কাজে কাল আসে
মন্দ কাজে আজ,
এটাই কি জিবন তোমার
এই কি তোমার সাজ।
আজকের কাজ কালের জন্য
ফেলে রাখ সদা,
রাখতে রাখতে কাজ তোমার
হয়ে গেছে এক গাদা।
অলসতায় পূর্ণ তুমি
কাল চিন্তায় মত্ত্য,
ভেবে দেখেছো কি ?
আর জিবনের সময় আছে কত?
কাল পড়বো কাল করবো কাল ধরবো
করতে করতে ভাই,
যাচ্ছে দিন, যাচ্ছে মাস, যাচ্ছে বছর,
তবুও কালের দেখা নাই।
সময় থাকতে কাল বাদ দিয়ে
আজি সজাগ হও,
না হলে যে জিবন বৃর্থা
সবি হবে ফাও।
এখন থেকে শপথ করি
কাল চিন্তা ঝেরে ফেলি,
আজ থেকে সব শুরু করি
জিবনটাকে আরো সুন্দর করি।