admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
ওগো ফেসবুক
তুমি না থাকলে জানতামই না,সমাজসেবা কা’রে কয়!
তুমি না থাকলে বুঝতামই না,মানুষ কতপ্রকারের হয়!
তুমি না থাকলে শিখতামই না,তৈলমর্দন কাহারে বলে!
তুমি না থাকলে জানতামই না,কত আয়হীন সংসার কি সুন্দর চলে!
তুমি না থাকলে বুঝতামই না,আনাচেকানাচে ছড়িয়ে আছে কত কবি!
তুমি না থাকলে জানতামই না,তোমার পাতায় সবই সুন্দর ছবি!
তুমি না থাকলে বুঝতামই না,বন্ধুতালিকাতেও কিলবিল করে কত পোকা!
তুমি না থাকলে জানতামই না,কত বন্ধু সুকৌশলে ধরে দু’হাতে দুই “পতাকা”!