admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ
জেনে রেখো আমি আছি খুব কাছাকাছি-
এম চৌধুরী
বেলা যদি শেষ হয়ে যায়-
যদি পালকেরা অসুখী ডানায়
যদি সন্ধ্যারও আলো নিভে আসে
বেলাশেষে অবেলায়..
যদি মনে পড়ে স্বপ্নস্নাত এক মুখ
ফিরে এসো গোধুলির রঙিন বেলায়
তখনও তেমনি রবো যে অপেক্ষায়,
নিভৃত, নিবিড় ভালবাসায়..
কোথাও থাকে না কেউ হেরে গেলে বাজি,জেনে রেখো আমি আছি খুব কাছাকাছি। 🦋