admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ
নিঝুম রাতে পাতার খসখসানির মৃদু শব্দের সাথে
মিতালী করে মন অনেক দূরে চলে যায়
যেখানে সপ্তর্ষিমণ্ডল জোনাকি হয়ে ফোটে,
যেখানে কালো আকাশটায় তারাদের আঁকিবুকি,
যেখানে ঢেউ খেলানো মেঘের সাথে চাঁদের লুকোচুরি,
সেইসব খানে মনের অবারিত আনাগোনা
নদীর জলে তখন চাঁদের স্নিগ্ধ ছায়া ঢেউয়ের সাথে
ওঠানামা করে আর শত টুকরো হয়ে ছড়িয়ে পড়ে
রাতপাখিদের ডাক নিস্তব্ধতা ভেঙে দেয়
শ্রান্ত মায়ের কোলে ছোট শিশু নিশ্চিন্তে ঘুমিয়ে যায়
এমনি কোনো রাতে কোথাও মৃত্যু নেমে আসে,
জন্ম ও মৃত্যুর বিচিত্র আবর্তনে পৃথিবীর গতিময়তা ॥