admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২২ ৯:৫৯ পূর্বাহ্ণ
বৈমানিক, আজ তোমার জন্মদিন।
তুমি জন্মেছিলে বলে –
পৃথিবী পেয়েছে এক দুঃসাহসী মানব।
আমরা পেয়েছি এক অকুতোভয় সংগ্রামী বন্ধু।
আর আমি পেয়েছি আস্হাশীল এক বন্ধুত্বের সম্পর্ক।
তুমি জন্মেছিলে বলে –
পৃথিবী এক রৌদ্রজ্জ্বল সকাল পেয়েছে।
পেয়েছে,ভোরের স্নিগ্ধতা আর শান্তির আলোকবর্ষ।
আর আমি পেয়েছি নির্ভরশীল একমুঠো নির্ভরতার সফেদ মেঘ।
তুমি জন্মেছো বলে-ই –
পৃথিবীর নির্মম গণহত্যা মানবসভ্যতার অভিশাপকে আশীর্বাদে পরিবর্তন করেছো,
শান্তি প্রতিষ্ঠায় করেছো ঐক্যর আহ্বান।
স্যালুট তোমায় হে মহান।
তুমি জন্মেছিলে বলে –
রক্তক্ষয়ী প্রতিহিংসার রাজনীতি বদলে এক সুবিদিত ইতিহাস রচিত হয়েছে।
তুমি জন্মেছিলে বলে –
আকাশের নীল সীমানা আজ নিরাপত্তার চাদরে মোড়ানো,,,,
তুমি জন্মেছিলে বলে-ই –
লাল সবুজের সমারোহ আজ স্বতঃস্ফূর্ত ভালেবাসায় জড়ানো।
হে মহা মানব, মানবতার বিমূর্ত প্রতিক তুমি,
তুমি আশ্রয়হীনের আশ্রয় দাতা,
সাহস দাতা ভেঙে পড়া অন্তরের।
দূর্বলের মনোবল তুমি,
তুমি আস্হাশীলতা ধৈর্য্যের।
তুমি শক্তি, তুমি বিশ্বাসের বিশালতা,
তুমি হৃদয়ের গভীর ভালোবাসা।
বৈমানিক, আজ তোমার জন্মদিন।
তুমি জন্মেছিলে বলে-ই
আমি পেয়েছি তোমায়।
তুমি জন্মেছিলে বলে-ই –
আমরা পেয়েছি তোমাকে,
পৃথিবী পেয়েছে মানবিকতার এক বিশুদ্ধ সূর্যসন্তান।
বৈমানিক,আজ তোমার জন্মদিন।
স্যালুট হে মহা মানব, হে মহান।