admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ
বেসেছি ভালো এতো বেশি
কাঁদি এখন দিবানিশি।
হৃদয় আমার মানে না বারণ,
গুমরে গুমরে কাঁদে অকারণ।
আমার হৃদয়ের হাহাকার……..
আর বুক ফাটা আর্ত চিৎকার,
পৌঁছাবে না এখন হৃদয়ে তোমার।
করবে একদিন আমায় অনুভব…..
যেদিন থাকবো না পৃথিবীতে আমি,
যাবো হারিয়ে চিরতরে।
রয়ে যাবো তোমার স্মৃতির পাতায়,
আর থেমে যাবে কলরব।
এখনো শুধু ভালোবাসি তোমায়…
আজো আছি তোমারই অপেক্ষায়।