admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
কবিতা: পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব
শাহনাজ পারভীন মিতা
আষাঢ়ের রিমঝিম বৃষ্টিতে
মন খারাপ করা বিকালে,
রিমঝিম বৃষ্টির সুর
মনের গভীরে এক হাহাকার আনে।
কি নেই কি নেই চারিধার
কিছুই কি নেই!
প্রিয়জন আপনজন কেউ নেই ।
খুব ইচ্ছে হয় সমুদ্রে যাই
বসে থাকি কালো মেঘে ঢাকা
অসীম আকাশের নীচে,
চারপাশে সমুদ্রজল ও একা আমি
দূরে বহুদূর কোথাও নীরব তুমি।
অবিরাম বর্ষণ
চারিদিকে মেঘবাতাসের খেলা,
কোথাও কেউ নেই
শুধুই উত্তাল ঢেউ
বালুকাবেলায় আমি একেলা ।
আষাঢ়ের বৃষ্টি আমি ও সমুদ্র
যেনো এক নিবিড় বন্ধন
পেয়ে হারাবার এক জীবন দ্বন্দ্বে ।