admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৩ ১:৪০ পূর্বাহ্ণ
কবিতা : এম চৌধুরী: তোমাকে ফেরানোর আর কোন ইচ্ছে নেই, যে শুধু কাঁদাতেই আসে তার চলে যাওয়াই ভালো।আরো কয়েকটা দিন থেকে গেলে ভালো না বাসলেও
দুঃখ দিতে পারতে। সব ভালো বাসায় ভালো থাকেনা কেউ কেউ, কেউ ভালো না বাসলেও ভালো থাকে
তোমাকে ফেরানোর আর কোন ইচ্ছে নেই,
তবে হ্যাঁ, আঁটসাঁট বেঁধে আর একটি বার এসো দুঃখ দিতে।
আর কোন ইচ্ছে নেই —