admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩ ১২:২৪ অপরাহ্ণ
কবিতাঃ * যখন আমি প্রেম আকাশে*এম চৌধুরী
অমানুষিক ছদ্মবেশ ধারণ করবো
তুমিও আসিও অমানুষিক
ধ্রুবতারার বেশে-
ওই দূর কোন নক্ষত্রের
তারায় তারায় যাবো মিশে দুজনে
আসবে না হয় তো রাণী হয়ে
করব প্রেমের খেলা।
কিংবা আসবো কোন অলির বেশে
বসবো সেই ফুলটির উপর
যেখানে শুধু তুমি আর আমি
থাকবো জীবন ভর।