admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২০ ৬:১৪ অপরাহ্ণ
একাকীত্বের কশাঘাতে বিব্রত হই না,
প্রিয়জনের ছন্দপতনে বিভ্রান্ত হই!
ক্যানভাস নড়ে ওঠে, তুলি ছিটকে যায়!
পরিত্যক্ত ঘোষালবাড়ির উঠোনে সেই কানামাছি খেলা,
চেনামুখ হাতের সামনে –
ধরতে পারি না, সবাই যেন মুখোশ পড়া!
কত বর্ণ, কত শব্দ, প্রকৃতির ধারাপাত….
কবিতা লেখা হয় না!
হাতেখড়ির স্লেটে অ আ ক খ ব্যঙ্গ করে,
“এতে গন্ধপুষ্পে……..
রাজার কাপড় নেই, তবুও রাজা হাসিমুখে!
প্রজারা ভোটের লাইনে, হাসিমুখে….
মন্ত্রীর দল মিছিলে, হাসিমুখে……
সবাই হাসছে-পাহাড়, নদী, জঙ্গল, দেশ…!
হাসি না পেলেও হাসছে -হা হা, হো হো…..