বলিউড বাদশা বলা হয় তাকে। সম্পত্তির হিসেবে সত্যি বাদশা বনে গেছেন শাহরুখ খান।আর্থিক সাফল্যের দিক থেকে হলিউড তারকা টম হ্যাঙ্কস, জনি ডেপ, জ্যাক নিকলসনকেও পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ।
বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ধনী সিনে তারকা তিনি।ধারণা করা হচ্ছে ৫০০০ কোটি টাকার সম্পত্তির মালিক ‘ডন’ খ্যাত অভিনেতা! তার বার্ষিক আয় প্রায় ২৫৬ কোটি টাকা। শাহরুখের বাড়ি ‘মান্নাত’র মূল্য ২০০ কোটি টাকা।এর আগে বাড়িতে কিকো গাঁধী নামে এক জন পার্সি থাকতেন। ১৯৯৫ সালে ১৫ কোটি টাকায় বাড়িটি কিনে নেন শাহরুখ।
এরপর দুবাইয়ে ‘পাম জুমেইরা’ নামে তার আরও একটি বাড়ি রয়েছে। অন্যদিকে লন্ডনে ১৩০ কোটি মূল্যের একটি বাড়িও আছে কিং খানের। মুম্বাইয়ে প্রায় ১৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তিও রয়েছে বাদশা খানের।এছাড়াও ২০০৮ সালে আইপিএল-এ অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহেতার সঙ্গে মিলে ‘কলকাতা নাইট রাইডার্স’ কিনেছিলেন শাহরুখ।মাত্র এক বছরের মধ্যেই সেই ক্রিকেট দলের মূল্য দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা।
বর্তমানে ‘আইপিএল’র সবচেয়ে ধনী দলের অন্যতম হলো ‘কেকেআর’।শাহরুখের গাড়ির তালিকায় রয়েছে বিএমডাবলু সেভেন সিরিজ, রোলস রয়েস ফ্যালটম ড্রপহেড কুপ, বেন্টলি কন্টিনেন্টাল জিটি ল্যান্ড ক্রুজারসহ পৃথিবীর আনুমানিক সর্বোচ্চ দ্রুতগামী গাড়ি বুগাটি ভ্যেরনও।