admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
এম আবু হেনা সাগর,কক্সবাজার প্রতিনিধি: বাংলা পঞ্জিকার হিসেবে বর্ষা বিদায় নিলেও অঝর নয়নে বৃষ্টি ঝরছে বন্দরনগরে। বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে জরুরী কাজে বের হওয়া সাধারণ মানুষসহ চাকুরীজীবিরা।
২/১ দিন ধরে বৃষ্টি মাথায় নিয়ে দিনের শুরু হয়। কখনো অঝর ধারায়,আবার কখনো ঝরেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ভোগান্তিতে দিন কাটছে। জরুরী কাজে বের হওয়া অনেকে জানান, বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে কমে যায় যানবাহন চলাচল। সোমবার সকালে এমনি চিত্র চোখে পড়ে কাপ্তাই রাস্তার মাথা নামক এলাকায়।
১৯ আগষ্ট সকালে চট্টগ্রাম বহদ্দারহাট এলাকায় বৃষ্টির পানিতে সড়কের একপাশে জলাবদ্ধতার দৃশ্য দেখা যায়। সে সাথে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের গলিতেও পানি প্রবেশ করে। এসব পানি পার হয়ে লোকজনকে চলাচল করতেও চোখে পড়ে।
স্থানীয়রা জানান, রাতে বৃষ্টির পানি ড্রেন দিয়ে চলাচল করতে পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি নালা হয়ে দোকানের গলিতেও জমে গেছে পানি। বৃষ্টিপাতে অনেকে পায়ে হেঁটে প্রয়োজনীয় কাজকর্মে যাচ্ছেন।
আবার অনেকে যথাসময়ে যানবাহন না পেয়ে দ্বিগুন ভাড়া দিয়ে রিকসা নিয়েও ছুটছেন। সবমিলিয়ে চরম ভাবে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী, সাধারণ মানুষসহ চাকুরীজীবিরা।