admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ মে, ২০২০ ১:৪২ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম (৬৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বৃহস্পতিবার থেকে আইসোলেশানে ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রব জানান, আনুমানিক ৬৫ বছর বয়সী মোরশেদুল আলমকে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তিনি জানান, মোরশেদুল আলম আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।