ডাঃ নুরল হক বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ
উত্তরের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় হিমালয়ের পাদদেশ বিরামপুর উত্তরের হিমেল হাওয়ায় তীব্র শীতে কাঁপছে। বিশেষ করে উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমেছে। ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বিরামপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, বিরামপুরে সর্বোচ্চ ১৪ এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে। হিমেল বাতাস কনকনে শীত অনুভূত হচ্ছে । ঘন কুয়াশায় ঢাকা পড়েছে অঞ্চল। দিনের বেলায় আঞ্চলিক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
গতকাল রবিবার সকাল থেকে বেশিরভাগ সময় বিরামপুরে সূর্যের দেখা মিলেনি । বিকেলের দিকে সূর্যের দেখা মিললেও ছিল না হিমেল বাতাসে সূর্যের উত্তাপ । প্রচন্ড ঠান্ডায় শিশুদের নিউমোনিয়া ও বড়দের শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়তে শুরু করেছে। হাসপাতলে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে। ফুটপাতে পুরানো কাপড়ের দোকানগুলোতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জীবিকার তাগিদে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। সীমাহীন কষ্টে রয়েছে রিকশা ,ভ্যান চালক, কৃষি শ্রমিকেরা। তীব্র শীতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা শীত বস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়েছে।
ছিন্নমূল মানুষের শীত মানেই উষ্ণতার খোঁজে খড়কুটো জ্বালিয়ে গায়ে প্রশান্তি লাভ। শীত তাদের দুর্বিসহ করে তোলে । সামান্য কাঁথা দিয়ে শীত নিবারণের চেষ্টা করে কিন্তু হাড় কাঁপানো শীত নিবারণের জন্য তাদের কাঁথাও জোটে না।