admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ
ইরানের বিপ্লবী গার্ডের গুলিতে ছয় দস্যু নিহত। ইরানের বিপ্লবী গার্ড গতকাল শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ছয় অস্ত্রধারী দস্যুকে হত্যা করেছে। অভিজাত বাহিনীটি নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে, প্রদেশের একটি দরিদ্র এবং প্রায়শই অশান্ত অঞ্চলে সংঘর্ষের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। রয়টার্স। বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষে বিপ্লবী গার্ডদের সাথে লড়াইরত স্বেচ্ছাসেবক বাসিজ মিলিশিয়ার তিন স্থানীয় সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তান ও আফগান সীমান্তের কাছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশ প্রধানত সুন্নি মুসলিম প্রভাবিত। দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মাদক চোরাচালানকারী চক্র সক্রিয়। এছাড়া দেশটির শিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াইরত সুন্নি ইসলামপন্থী অস্ত্রধারীরাও সেখানে সক্রিয়। ইরান সরকারের বিরুদ্ধে সুন্নিদের ব্যাপারে ব্যাপক বৈষম্যের অভিযোগ রয়েছে। কিন্তু শিয়া সরকার তা স্বীকার করে না। এর আগে ২৫ ডিসেম্বর দুই বিদ্রোহীকে গুলি করে হত্যা করে রেভল্যুশনারি গার্ড।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশ ইরানের ৩১টি প্রদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এটি দেশটির দক্ষিণ-পূর্বে, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশ। এর রাজধানীর নাম জাহেদান। প্রদেশটির আয়তন ১ লাখ ৮০ হাজার ৭২৬ কিমি এবং জনসংখ্যা প্রায় ২৫ লাখ।