admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ণ
রেড্ডু নিঙ্গদার, স্টাফ রিপোর্টার ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশিয়ায় পাম তেল দিয়ে চলছে ফ্লাইট! পাম তেল থেকে আংশিকভাবে জেট জ্বালানি ব্যবহার করে প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল বুধবার চালানো ফ্লাইটটি রাজধানী জাকার্তা থেকে উড়ে ১০০ কিলোমিটার দূরের শহর বান্দুংয়ে অবতরণ করে। দেশটির অর্থমন্ত্রী এয়ারলাঙ্গা হারটারতো বলেন, বিশ্বে ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি পাম তেল উৎপাদন করে। এ অবস্থায় তারা ভোজ্য তেলকে বাণিজ্যিক জ্বালানি হিসেবে ব্যবহার করার সৃজনশীল উপায় খুঁজছে। এরই অংশ হিসেবে পাম তেলকে বায়োডিজেল, বায়ো জেট ফুয়েলসহ নানাভাবে ব্যবহারের চিন্তা চলছে।

পাম বীজ
অর্থমন্ত্রী আরো জানান, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পার্তামিনা পাম তেল থেকে পুরোপুরি ডিজেল প্রস্তুত করছে। ইন্দোনেশিয়ায় বর্তমানে একটি বাধ্যতামূলক বায়োডিজেল প্রোগ্রাম চালু রয়েছে, যাতে ৩০% পাম তেল ব্যবহার করতে হয়। সরকার জ্বালানি তেলে উদ্ভিজ্জ তেলের ব্যবহার প্রসারিত করে জ্বালানি আমদানি হ্রাস করতে আগ্রহী।
ফ্লাইটের পরীক্ষামূলক উড্ডয়নের সময় বায়ো জেট জ্বালানিতে কেবল ২ দশমিক ৪ শতাংশ পাম সামগ্রী ছিল। সেটি ছিল ২০১৫ সালের কথা। তবে ২০১৫ সালের একটি নিয়মে ২০২৫ সালের মধ্যে এটি ৫ শতাংশ বাড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। বুধবার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বায়ো জেট জ্বালানি বাজারে দৈনিক ১৪ হাজার কিলোলিটার খরচ ধরে নিয়ে, সম্ভাব্য বাজার হবে ১ দশমিক ১ ট্রিলিয়ন রুপিয়ার (৭৭ দশমিক ২৫ মিলিয়ন ডলার) বার্ষিক। এ অবস্থায় তাদের প্রতি বছর ১ লাখ ২০ হাজার কিলোলিটার (পাম অয়েল) প্রয়োজন হবে।