admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান: আশুলিয়ায় শিল্পাঞ্চলে এক ব্যবসায়ীর মায়ের দোয়া ভিলা নামে একটি ডুবপ্লেক্স বাড়িতে পরিবার সবাইকে অস্ত্রে মুখে জিম্মি দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ কয়েক লক্ষ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণালংকারসহ প্রায় কোটি টাকার মালালামাল নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রবিবার (২২ জানায়ারি) দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আব্দুল মান্নানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ব্যবসায়ী আব্দুল মান্নান মোল্লা বলেন, আমরা দুইতলা ভবনের দুই তলায় বসবাস করি। নিচ তলায় ডাকাত দলের সদস্যরা জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। এসময় কিছু শব্দ শুনতে পেয়ে আমি নিচে নেমে আসি। নিচ তলায় আসা মাত্র মুখোশ পরিহিত ডাকাত তিন থেকে চারজন আমাকে ধরে বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে পরিবারের সকলকেই জিম্মি করে।
এ সময় ডাকাতরা ঘর তছনছ করে আলমারী খুলে নগদ ২৮ লক্ষাধিক টাকা ও ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া থানা পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, রাতে নিশ্চিন্তপুরের ওই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আবদুল্লাহিল কাফি বলেন, এ বিষয়ে আমাদের তদন্ত হচ্ছে। আমরা আগে কাজ করি পরে জানানো হবে।