admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ
মোঃ সুজন,স্টাফ রিপোর্টার: “অন্ধত্ব মোচনই হোক সবার অঙ্গিকার ”মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না”এই প্রতিপাদ্য কে সামনে রেখে,গাওসুল আযম বিএনএসবি আই-হাসপাতাল দিনাজপুর মেডিক্যাল টিমের সহযোগিতায় অন্ধেরী হিলফে জার্মানী ও জামারপুর উচ্চ বিদ্যালয় চক্ষু শিবির কমিটির আর্থিক সহায়তায় বিনামূল্যে চক্ষু শিবির।
আয়োজন করে জামালপুর উচ্চ বিদ্যালয় চক্ষু শিবির কমিটি।
ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী এলাকা জামালপুরে মানবতার সেবায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হলো আজ। বিনামূল্যে এই চক্ষু শিবিরের কার্যক্রম চলছে দীর্ঘ দিন ধরে, তারই ধারাবাহিকতায় আজ ৭ ডিসেম্বর ১৬ তম চক্ষু শিবির অনুষ্ঠিত হলো।
চক্ষু শিবির সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৭০০ জন রোগীকে বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা সহ পরীক্ষা-নিরীক্ষা করা হয় । এর মধ্য থেকে ছানি অপসারনের জন্য ২৩০ জন রোগীকে বাছাই করা হয়। তাদের চোখের ছানী অপারেশন বিনামূল্যে করা হবে।
অপারেশনের জন্য আজ ০৭ ডিসেম্বর ছানী রোগী বাছাই কার্যক্রম চলে। বাছাইকৃত রোগীদের আগামী ০৯ ডিসেম্বর শনিবার গাওসুল আজম বিএনএসবি আই হসপিতালে নিয়ে আসা হবে, রোগীদের ১০ ডিসেম্বর রবিবার অপারেশন কার্যক্রম চলবে।
অপারেশন কৃত রোগীদের ১১ডিসেম্বর সোমবার ছাড়পত্র প্রদান করা হবে। এরপরে অপারেশনকৃত রোগী পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ফলো আপ করবেন আই- মেডিক্যাল টিম দিনাজপুর।
এসময় চিকিৎসা নিতে আসা চক্ষু রোগীরা জানায়, আমরা ফ্রি চিকিৎসা পেয়ে কৃতজ্ঞ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানায় আমি গত বছর এখান থেকে ফ্রিতে একটি চোখের ছানী অপারেশন করাই এবার আরেকটি চোখের অপারেশনের এমন সুযোগ পেয়ে জামারপুর চক্ষু শিবির কমিটির কাছে আমরা চির ঋনী হয়ে গেলাম।
এ ব্যাপারে কমিটির প্রধান সভাপতি জনাব তাজউদ্দীন আহমেদ চৌধুরী (তাজু) মুক্ত কলমের একান্ত সাক্ষাতকারে জানান, আমাদের উদ্দেশ্য গ্রামের সুবিধা বঞ্চিত ব্যাক্তিরা যাতে চিকিৎসার অভাবে অন্ধত্বের শিকার না হয়। আমরা দীর্ঘ ১৫ বছরের অধিক সময় ধরে এলাকার অসহায় দরিদ্র, হতদরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে ছানী অপারেশন চিকিৎসা করে আসছি। অন্ধেরী হিলফে জার্মানীর সহযোগিতায়।
আমরা প্রথম ৫৫ জনের চিকিৎসা ফ্রি পায় তবে এবার ছানি পড়া রোগী সনাক্ত হয় ২৩০ জন, সকলের ফ্রি চিকিৎসা আমরা আমাদের কমিটির সহযোগিতায় করবো। এরই ধারাবাহিকতায় এবারও ১৬ তম ফ্রি চক্ষু শিবির । আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।