admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৩ ১২:২১ পূর্বাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বিশিষ্ট ক্রিড়া সংগঠক আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমীর উদ্যোগে জাতীয় পর্যায়ে ক্ষুদে ফুটবল খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। শনিবার বিকালে বাগবাড়ি জিয়াউর রহমান কলেজ মাঠে ক্ষুদে ফুটবল খেলোয়াড় বাছাই কার্যক্রমের বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্ধোধন করেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রখ্যত চিকিৎসক জিয়া পরিষদ বগুড়ার সভাপতি অধ্যপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমীর সভাপতি ও গাবতলী পৌর মেয়র মো: সাইফুল ইসলাম, গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ্জাকুল আমীন রোকন তালুকদার, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, হামিদুল হক শিলু, বুলবুল, রঞ্জন, সজল, যুবনেতা আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, দৌলত জাম্মান, শ্রমিকনেতা মফিকুল ইসলাম, আনিছার রহমান, জিল্লুর রহমান, মরনিং, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মোহন প্রমুখ।