ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের কোম্পানির অফিসের তালা ভেঙ্গে নৈশপ্রহরীকে খুন করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার শান্তিনগর এলাকায় আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির অফিসে এই নৃশংস ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা অফিসের ভিতরে প্রবেশ করে কর্তব্যরত নৈশপ্রহরীকে হত্যা করে অফিসে থাকা নগদ অর্থ প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নেয়। সেই সাথে অফিসে থাকা সিসিটিভি ফুটেজ গ্রহণের মেমোরি কার্ড ও নিয়ে যায়। নিহত নৈশপ্রহরীর নাম তপন সরকার, বয়স (৫৫)। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া গ্রামের ধীরেন্দ্র নাথ সরকারের ছেলে।
রোববার ১৪ ডিসেম্বর সকালে স্থানীয়রা অফিসের ভেতরে রক্তের চিহ্ন ও নৈশপ্রহরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। নৈশপ্রহরীকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত আসামি গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আবুল খায়ের ট্যোবাকো কোম্পানি রাজারহাট উপজেলার ম্যানেজার আনোয়ার কামাল লিটন বলেন,সকালে অফিসের ভেতরে রক্তের চিহ্ন দেখে স্থানীয়রা ঢুকে নৈশপ্রহরীর লাশ দেখতে পায়। অফিসে চৌত্রিশ লক্ষাধিক টাকা ছিল।