admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩, ডিসেম্বরের মধ্যে সব নির্বাচন। যেহেতু ভোটের মাত্র ২ দিন আগে নির্বাচনটি স্থগিত করা হয়েছিল, তাই এবার প্রচারণার জন্য সময় দেয়া হবে মাত্র একদিন- ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত। আজ সোমবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। হুমায়ুন কবীর খোন্দকার আরও জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব নির্বাচন শেষ করতে চায় কমিশন।
এর মধ্যে রয়েছে- সবগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপনির্বাচন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন। সাড়ে ৪ হাজার ইউনিয়নের মধ্যে মাত্র ২০৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এই বছরের মধ্যে বাকি সবগুলো অনুষ্ঠিত হবে। সিলেট-৩ আসনের ভোটগ্রহণের জন্য এ পর্যন্ত দুবার তারিখ দিয়েও নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি। সর্বশেষ ২৮ জুলাই ছিল আসনটির ভোটের তারিখ। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় একটি রিটের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৭ সেম্পেম্বরের মধ্যে নির্বাচিত অনুষ্ঠিত করার সময়সীমা বেধে দেওয়া হয়।
নির্বাচন কমিশন সচিব বলেন, করোনাসহ নানা কারণে আরও কিছু নির্বাচন আটকে আছে। তাই চলতি বছরের বাকি সময়টাকে টার্গেট ধরে নির্বাচনগুলো অনুষ্ঠিত করতে চায় কমিশন। এ ব্যাপারে আমাদের প্রাথমিক প্রস্তুতি রয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশনের সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানান হুমায়ুন কবীর খোন্দকার।