তাছাড়া দমকা হাওয়ায় আগুন আরো ছড়িয়ে পড়ায় দক্ষিণপশ্চিম অস্ট্রেলিয়ার কোনো কোনো এলাকার আকাশ লালচে ও অন্ধকার হয়ে গেছে। শনিবার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
এর আগে গতবছর সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার একাধিক জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। তাপমাত্রা বাড়তে থাকায় আগুন নেভাতে সমস্যায় পড়ে দমকল। দাবানলের অপ্রতিরোধ্য গতি থামাতে দেশটি এরইমধ্যে ৩ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এদিকে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার দাবানলে প্রাণ হারানো অসংখ্য প্রাণির ঝলসানো ছবি। পরিবেশবিদরা মানুষের পাশাপাশি প্রাণীদের নিরাপত্তার বিষয়ে সোচ্চার হয়েছেন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। এদিকে ছবি ও ভিডিওতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চলে দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচার চেষ্টা করছে ক্যাঙ্গারুরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্থানে অসংখ্য প্রাণী পুড়ে মরে গেছে। কাকাতুয়াসহ অনেক প্রজাতির পাখি মরে গাছের নিচে পড়ে থাকতে দেখা গেছে। কোয়ালার মৃতদেহ পাওয়া গেছে।
