আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুরের প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লিলাভূমি জনপ্রিয় পর্যটন স্পষ্ট শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক) টিকে ঘিরে অবৈধ দখল করে দোকান কোটা তৈরী করায় নষ্ট হচ্ছে এর সৌন্দর্য। লেকটির পশ্চিম পাশে দোকান কোটা তৈরী করে এর সৌন্দর্য শ্রীহীন করা হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
লেকটি উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় মেঘালয় পাহাড় ঘেঁষে এর অবস্থান। এবং বিসিআইসি এর জায়গায় এ লেকটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই আবার বাংলার কাশ্মীর বলেও ডাকেন। টাংগুয়ার হাওর এসেই এই লেক দেখতে ছুটে আসেন আগত পর্যটক সকল পর্যটকগন।
খোঁজ নিয়ে জানা গেছে,এই লেক দেখতে দেশের বিভিন্ন প্রান্তে সৌন্দর্য পিপাসু পযটক ও দর্শনার্থীদের ঢল নামে বর্ষার মৌসুম সহ প্রায় সারা বছরেই। এই লেকটিকে ঘিরে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় লেক এলাকার দখল করে দোকান ঘরে তুলেছে যারা পূর্বে ভ্রাম্যমান দোকানী ছিল। এতে করে লেকের সৌন্দর্য শ্রীহীন হয়ে উঠেছে।
স্থানীয় এলাকাবাসী জানান,আগত পর্যটকগন ও ক্ষোভ প্রকাশ করছেন। এর পূর্বে লেক এলাকার ইত্যাদি একটি তোরণ নির্মাণ করা হলে তা মুক্তিযোদ্ধাসহ উপজেলা বাসীর দাবীর মুখে ভেঙে ফেলে প্রশাসন।
এভাবে অবৈধভাবে দখলে নিয়ে দোকান কোটা তৈরী করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ কারনে উপজেলা জেলা সচেতন মহল ও পর্যটকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আগত পর্যটক ফাদিন আহমেদ জানান,লেকের সৌন্দর্য শ্রীহীন হয়ে উঠছে,লেকের পাড়েই দোকান কোটা তৈরী করায়। লেক থেকে দূরে হলে সৌন্দর্য রক্ষা হবে আর ব্যবসায়ীরাও ব্যবসা করা হবে কোনো সমস্যা হবে না। এখনেই এই বিষয়ে পদক্ষেপ না নিলে পরিবতিতে পর্যটকগনও এখানে আসতে অনিহা প্রকাশ করবে।
স্থানীয় বাসিন্দা মুমিন মিয়া সহ অনেকেই জানান,এই লেকটি ঐতিহ্য,গৌরব,অপার সম্ভাবনাময় স্থানেই নয় খুবই গুরুত্বপূর্ণ আর তাহিরপুরের জন্য অমূল্য সম্পদ। এটি কে রক্ষায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,প্রশাসন সৌন্দর্য রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে দাবী করছি।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,এই বিষয়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো আমাদের পক্ষ থেকে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু জানান,শহীদ সিরাজ লেক এলাকার দোকান গুলো উঠিয়ে দেয়া হবে আজ কালের মধ্যেই।